যশোরে বাসচাপায় ঠিকাদার নিহত
নিহতের বাড়ি ঝিকরগাছা উপজেলার কাউরিয়া গ্রামে

যশোরের শার্শায় বাসচাপায় প্রাণ গেল মিঠু হোসেন (২৭) নামে এক যুবকের। আজ সোমবার (২ জানুয়ারি) বিকেলে শার্শা উপজেলার নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের হাড়িখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক মিঠু ঝিকরগাছা উপজেলার কাউরিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। তিনি পেশায় ঠিকাদার ছিলেন।
নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী একটি বাস হাড়িখালি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল একটি রিকশাকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারায়। এসময় মোটরসাইকেলটি বাসের সঙ্গে ধাক্কা লেগে চালক রাস্তায় ছিটকে পড়েন। পরে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ যায় তার।
ওসি আরো বলেন, মোটরসাইকেলচালক মিঠু বাগআঁচড়া এলাকায় একটি ব্রিজের কাজ দেখতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার ঘটনার পর পালিয়ে গেছে।
বাংলাদেশ