যশোরে বঙ্গবন্ধুর ভাষণ পরিবেশন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

এবিসি নিউজ: ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ যথাযথ মর্যাদায় পালনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে যশোর শিশু একাডেমি। পড়ুন>>>আজ ঐতিহাসিক ৭ মার্চ….
আজ বৃহস্পতিবার প্রতিষ্ঠান মিলনায়তনে শিশুদের ভাষণ পরিবেশন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে আলোচনা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হুসাইন শওকত। এছাড়াও বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা এএসএম কবির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, তির্যক যশোরের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন ও এসআই মফিজুর রহমান। এসময় প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
খুলনা বিভাগ