যশোরে প্রার্থীতা ফিরে পেলেন ৭ প্রার্থী

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  10:00 PM, 10 March 2019

এবিসি নিউজ: যশোরে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ২৪ জন প্রার্থী করেন প্রার্থীতিা ফিরে পেতে। তাদের মধ্যে ৭ প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। পড়ুন>>>হবিড়ঞ্জে ভোট কেন্দ্রে সংঘর্ষ

……

রোববার দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে আপিল শুনানি শেষে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। প্রার্থিতা ফিরে পেয়েছেন যশোর সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদে নূর জাহান ইসলাম নীরা, কেশবপুরে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে কবির হোসেন ও আব্দুল লতিফ রানা, মণিরামপুরে ভাইস চেয়ারম্যান পদে হাসেম আলী, বাঘারপাড়ার চেয়ারম্যান পদে মঞ্জুর রশিদ স্বপন, অভয়নগরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মিনারা পারভীন ও ভাইস চেয়ারম্যান পদে বিপুল শেখ। এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হুসাইন শওকত বলেন, ২৪ জন আপিলকারীর মধ্যে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

অন্যরা প্রার্থীতা ফিরে পাননি।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :