যশোরে পুলিশ স্ত্রীর মামলায় পিবিআই কর্মকর্তা বরখাস্ত

স্বামী-স্ত্রীর পরস্পর বিরোধী বক্তব্য

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  07:37 PM, 02 January 2023
কামরুজ্জামান

যশোর সদরকোর্টের জিআরও এসআই শাহজাদীর মামলায় সাময়িক বরখাস্ত করা হয়েছে তার স্বামী ঝিনাইদহের পিবিআই ইন্সপেক্টর কামরুজ্জামানকে। পুলিশ হেডকোয়ার্টার্স বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থী কার্য ও অসদাচরণে অপরাধে এডিশনাল ডিআইজি বেলাল উদ্দিন সাক্ষরিত এক স্মারকে তাকে সাময়িক বরখাস্ত করে তাকে রংপুর ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে। শাহাজাদী ও কামরুজ্জামান দম্পতির বিষয়টা নিয়ে যশোরে নানা আলোচনা-সমালোচনা রয়েছে।

 

খুলনার দিঘলিয়ার বাসিন্দা ইন্সপেক্টর কামরুজ্জামানের সাথে ২০০০ সালে বাগেরহাট সদরের বাসিন্দা এসআই শাহজাদীর বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে দুটি ছেলে রয়েছে। তারা স্কুল-কলেজে লেখাপড়া করে। এসআই শাহাজাদী যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সদর কোর্টের জিআরও হিসেবে কর্মরত আছেন। চাকরি সূত্রে বর্তমানে তিনি যশোর শহরের স্টেডিয়াম পাড়ায় বসবাস করেন।

 

ইন্সপেক্টর কামরুজ্জামান প্রায় যৌতুকের জন্য শাহজাদীকে শারিরীক ও মানুষিক নির্যাতন করতেন বলে মামলার এজাহারে দাবি করেছেন পুলিশ স্ত্রী। তিনি কামরুজ্জামানের বিরুদ্ধে যৌতুকের মামলা করার পর বিভাগীয় ব্যবস্থা নেয়া হল। ছুটিতে বাড়ি আসার পর গত ৩০ ডিসেম্বর রাতে কামরুজ্জামান মামলা তুলে নিতে এবং খুলনায় তার নামে থাকা একটি জমি লিখে দিতে চাপ দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় কামরুজ্জামান তাকে নির্যাতন করে। বর্তমানে এসআই শাহজাদী যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ইন্সপেক্টার কামরুজ্জামান বলেন, সাময়িক বরখাস্তের চিঠি তিনি হাতে পাননি। তবে বিভাগীয় ব্যবস্থা কর্তৃপক্ষ নিতেই পারেন। তিনি আরো জানান ,প্রায় ১২ বছর শাহাজাদী তার বেপরোয়া জীবন যাপনের কারণে আমার সংসারের দুটো সন্তান মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে। সন্তানকে আমি মায়ের আদর-ভালোবাসা দিয়ে আগলে রাখছি। এমনকি আমার পরিবারের লোকজন তার অত্যাচারে অতিষ্ঠ । তাকে শুধরানোর চেষ্টা করেছিলাম কিন্তু তার বেপরোয়া কর্মকান্ড থেকে ফেরাতে পারিনি। নির্যাতন ও যৌতুকের অভিযোগ মিথ্যা দাবি করে তিনি বলেন-তদন্তে সব বেরিয়ে আসবে।

 

এ ব্যাপারে এস আই শাহাজাদী গণমাধ্যমকে বলেন-আমি আইনের আশ্রয় নিয়েছি। আইন সবার জন্য সমান। অন্যান্য বিষয়গুলো তিনি এড়িয়ে গিয়ে বলেন-তাকে নিয়ে যেসব রিউমার ছড়ানো হচ্ছে তা সঠিক না।

আপনার মতামত লিখুন :