যশোরে পরোয়ানাভুক্ত চার আসামি আটক

এবিসি নিউজ: যশোরে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চার আসামিকে আটক করেছে র্যাব। মঙ্গলবার ভোর রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, শহরের ঘোপ জেল রোডের আয়নাল হোসেনের ছেলে জুয়েল হোসেন, পূর্ব বারান্দী মোল্যাপাড়া আমতলার আব্দুর রহমান ফারাজীর ছেলে রমজান আলী, শংকরপুর আশ্রম রোডের মৃত আব্দুল করিমের ছেলে খায়রুজ্জামান ও রেল বাজার এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে এবিএম কামরুজ্জামান হিরু।
র্যাব-৬ যশোর ক্যাম্প একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য পাঠানো হয়েছে।