যশোরে নিরুত্তাপ ভোট:হৃদরোগে আক্রান্ত বিজিবি সদস্যের মৃত্যু

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  04:24 PM, 31 March 2019

>>>ভোটারের উপস্থিতি ছিল একেবারেই কম:প্রায় জনশুন্য শহর
এবিসি নিউজ: যশোরে উপজেলা পরিষদ নির্বাচনের ডিউটি করতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে রফিকুল ইসলাম (৫৪) নামে এক বিজিবি সদস্যের মৃত্যু হযেছে। তিনি যশোরের বাঘারপাড়ায় ভোটের ডিউটি করতে এসছিলেন।
শনিবার রাত ৯টার দিকে বুকে ব্যথা শুরু হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। মৃত রফিকুল ইসলাম বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নে নায়েব সুবেদার পদে কর্মরত ছিলেন।

বাঘারপাড়া থানা পুলিশের ওসি জসিমউদ্দিন জানান, উপজেলা নির্বাচনে ভোটগ্রহণে দায়িত্ব পালনের জন্য শুক্রবার বিকেলে বাঘারপাড়ার ডিগ্রি কলেজ কেন্দ্রে আসেন রফিকুল ইসলাম। এ সময় তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে অবস্থান করেন।

শনিবার রাত ৯টার দিকে তার বুকে ব্যাথা অনুভব হলে তাকে বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুব্রত কুমার দে সুবেদার রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুব্রত কুমার দে বলেন, হাসপাতালে আনার আগেই তারর মৃত্যু হয়েছিল।
এদিকে রোববার সকাল ৮টা থেকে যশোরের ৭ উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। তিনটি পদে ৮৪ জন প্রার্থী রয়েছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ২০, ভাইস চেয়ারম্যান পদে ৩৮ ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

জেলার সীমান্তবর্তী শার্শা উপজেলায় তিনটি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোটগ্রহণ হচ্ছে না। সদর উপজেলায় শুধু ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত একমাত্র বাঘারপাড়ায় নৌকার এক কর্মী আক্রান্ত হন বলে অভিযোগ পাওয়া গেছে।

এছাড়া কোথাও সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে ভোটারের উপস্থিতি ছিল একেবারেই কম। একদম নিরুত্তাপ ছিল যশোরের ভোট কেন্দ্র গুলো। শহরের অনেক দোকান পাট বন্ধ ছিল। জনসাধারণের চলাচলও তেমনটি ছিল না।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :