যশোরে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান বিপুলের মতবিনিময় অব্যাহত

এবিসি নিউজ: যশোর সদর উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল আজ সোমবারও দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেছেন। এদিন তিনি উপজেলার হৈবতপুর, উপশহর ও লেবুতলা ইউনিয়নে এই শুভেচ্ছা বিনিময় করেন।
এরআগে রোববার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল ও মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা উপজেলার ফতেপুর, কচুয়া, নরেন্দ্রপুর ও বসুন্দিয়া ইউনিয়নে মতবিনিময় করেন।
আজ দুপুরে তিনি সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে যান। এসময় ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য সাজিদুল হাসান মিন্টু, মোস্তফা নজরুল, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, আওয়ামী লীগ নেতা মীর হামিদুল ইসলাম লাভলু, মোতালেব হোসেন, সাদ্দাম হোসেন, ইউপি সদস্য আলমগীর হোসেন, ওসমান গনি, মকবুল হোসেন, ইব্রাহিম হোসেন, হাসান আল মামুন, আব্দুর রহমান প্রমুখ।
পরে তিনি উপশহর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সদস্য এহসানুর রহমান লিটুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য মনসুর আলম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিয়ামত উল্যাহ, সাবেক সহ-সভাপতি জাবের হোসেন জাহিদ, সাবেক সদস্য আরিফুর রহমান সাগর, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শামীম আহমেদ রনি, সাধারণ সম্পাদক তাহমিন রহমান ঝলক প্রমুখ।
গতকাল সর্বশেষ তিনি যান সদর উপজেলার লেবুতলা ইউনিয়নে। ইউনিয়নের তেতুলতলা বাজারে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা শহীদুল ইসলাম শহীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির পরিচালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য শেখ নজরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি লব কুমার ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, ইউপি সদস্য আকরাম হোসেন, আসাদুজ্জামান আসাদ, শওকত হোসেন, রতন মিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রুহুল কুদ্দুস প্রমুখ।
খুলনা বিভাগ