যশোরে ধানক্ষেত থেকে এক সন্তানের জননীর লাশ উদ্ধার

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  10:16 PM, 08 April 2019

এবিসি নিউজ: যশোর-ঝিনাইদহ মহাসড়কের চুড়ামনকাটি এলাকার বাগডাঙ্গার একটি ধানক্ষেত থেকে রিপা বেগম (২৪) নামে এক সন্তানের জননীর লাশ উদ্ধার হয়েছে। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার সাজিয়ালী ক্যাম্পের পুলিশ লাশটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহত রিপা বেগম একই গ্রামের সরদারপাড়ার ইমরান হোসেনের স্ত্রী।
জানা গেছে. ৪ মাস আগে ইমরান হোসেন প্রথম স্ত্রীর অনুমতি না নিয়েই দ্বিতীয় বিয়ে করেন। এনিয়ে পারিবারিক কলহ চলছিল। পুলিশের ধারণা, স্বামীসহ তার পরিবারের সদস্যরা পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করে ফেলে দিয়েছিল ধানক্ষেতে। এদিকে লাশ উদ্ধারের খবর পেয়ে ইমরানসহ তার পরিবারের সদস্যরা গা ফাকা দিয়েছে।
স্থানীয়রা জানান, ইমরান হোসেন পেশায় ট্রাক চালক। ১০ বছর আগে ইমরান ঝিকরগাছা উপজেলার বিষেহরি গ্রামের মোশারফ হোসেনের মেয়ে রিপা বেগমকে বিয়ে করেন। তাদের ৭ বছরের একটি ছেলে রয়েছে।
৪ মাস আগে ইমরান সদর উপজেলার ইসলামপুর গ্রামে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের কারণে তাদের সংসারে কলহ চলছিল। রোববার সন্ধ্যার দিকে রিপা বেগম বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। সোমবার সন্ধ্যায় খবর পেয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, রিপাকে খুন করে লাশটি ধান ক্ষেতে ফেলে রাখা হয়েছে।
সাজিয়ালি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সুকুমার কুন্ডু জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সরদার বাগডাঙ্গা গ্রামের বাওড়ে একটি ধান ক্ষেত থেকে রিপার লাশ উদ্ধার করা হয়। তার গলায় ওড়না পেচানো ছিল। হত্যাকান্ডের কারণ উদঘাটনের জন্য তদন্ত চলছে। লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্টের পর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। লাশ উদ্ধারের খবর পেয়ে নিহতের স্বামী ইমরান হোসেন পালিয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় সাজিয়ালি ক্যাম্পের পুলিশ লাশটি উদ্ধার করে। হত্যাকা-ের কারণ উদঘাটন ও অপরাধীদের আটকের জন্য অভিযান চলছে।

 

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :