যশোরে দুই নির্বাচন প্রার্থীর সাবেক এমপি রাজুর কবর জিয়ারত

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  10:45 PM, 27 March 2019

এবিসি নিউজ: যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য আলী রেজা রাজুর কবর জিয়ারত করেছেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নুরজাহান ইসলাম নীরা।
আজ ২৭ মার্চ সকালে ঘোপ সেন্ট্রাল রোডস্থ মসজিদের পাশে নেতাকর্মীদের সাথে নিয়ে তারা আলী রেজা রাজুর কবর জিয়ারত করেন। পরে রাজুর স্ত্রী ফিরোজা রাজুর সাথে দেখা করে দোয়া নেন তালা ও ফুটবল প্রতীকের এই দুই প্রার্থী।
এদিকে, এদিনও যশোর শহর ও চাঁচড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন বিপুল ও নীরা। সকালে তারা নেতাকর্মীদের সাথে নিয়ে যশোর পৌরসভার ৩নং ওয়ার্ডে লিফলেট বিতরণ করেন। পরে যান ২নং ওয়ার্ডে। সেখানে তারা বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে লিফলেট বিতরণের পাশাপাশি আগামী ৩১ মার্চ তালা ও ফুটবল প্রতীকে ভোট চান। আর সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল ও জেলা মহিলা লীগের সভাপতি নুরজাহান ইসলাম নীরা যান চাঁচড়া ইউনিয়নে। সেখানে নির্বাচনী পথসভায় বক্তব্য দেওয়ার পাশাপাশি তারা লিফলেট বিতরণ করেন।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :