যশোরে তাঁতীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিস্তারিত কর্মসূচি পালন

এবিসি নিউজ: যশোর তাঁতী লীগ ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে। সংগঠনটির যশোর জেলা শাখা আজ মঙ্গলবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের বকুলতলাস্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এছাড়া দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এরবাইরে মানববন্ধন করে সংগঠনের নেতাকর্মীরা।
যশোর জেলা তাঁতীলীগের আহবায়ক গৌরাঙ্গ পালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন যুগ্ম-আহবায়ক নবকুমার সাহা, শহর কমিটির আহবায়ক বাবু রায়, যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম জিতু, আল আমিন, আমিনুল ইসলাম, একে সিদ্দিকী রাজন, শাহানাজ খাতুন প্রমুখ।
খুলনা বিভাগ