যশোরে গ্রামীণ নারী দিবসে শোভাযাত্রা

এবিসি নিউজ>এবিসি নিউজ>
  প্রকাশিত হয়েছেঃ  03:50 PM, 15 October 2022

সারাদেশের মতো এবারও যশোরে পালিত হয়েছে ‘বিশ্ব গ্রামীণ নারী দিবস’। সকালে বিভিন্ন সংগঠন নারী অধিকার আদায়ে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।

 

১৯৯৫ সালে বেইজিংয়ে অনুষ্ঠিত জাতিসংঘের চতুর্থ নারী সম্মেলনে ১৫ অক্টোবরকে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালনের প্রস্তাব গৃহীত হয়। ১৯৯৭ সাল থেকে জেনেভাভিত্তিক একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা উইমেনস ওয়ার্ল্ড সামিট ফাউন্ডেশন দিবসটি পালনের জন্য বিশ্বের বিভিন্ন দেশে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করে।যশোরে শোভাযাত্রা

গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্য দূরীকরণসহ নানা ক্ষেত্রে গ্রামীণ নারীদের ভূমিকার স্বীকৃতিস্বরূপ দিবসটি পালিত হয়ে আসছে বিশ্বজুড়ে।

এদিকে গ্রামীণ নারী দিবসে ঢাকায় গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন ৪ গ্রার্মেন্ট কর্মী। বিষয়টিকে কে কিভাবে দেখছেন এবং নিহতদের পরিবারকে সরকার কোনো রকমের আর্থিক সহায়তা করবে কি-না তা দেখার অপেক্ষায় আছেন যশোরের নারী নেত্রীরা।

বাংলাদেশ

আপনার মতামত লিখুন :