যশোরে গৃহিনীর ঝুলন্ত লাশ উদ্ধার নিয়ে ধুম্রজাল

এবিসি নিউজ: শারমীন আক্তার (৩০) নামে এক গৃহিনীর মৃত্যু নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশের সহযোগিতায় প্রতিবেশিরা গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনেন। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শারমীন শহরতলী ঝুমঝুমপুর আবাসিক এলাকার ওসমান গণির স্ত্রী। তিনি পিতার বাড়ির পাশে ভাড়া বাড়িতে বসবাস করতেন।
প্রতিবেশি জাহানারা জানান, ‘সোমবার রাতে ৯টার দিকে শারমীনের বাড়িতে প্রয়োজনীয় কাজে যায়। এ সময় তাকে ডাক দিলে কোন সাড়া শব্দ না পেয়ে প্রধান গেট ধাক্কা দিয়ে খুলে যায়। পরে ঘরের ভিতরে ডাকা ডাকি করে না পেয়ে শোয়ার ঘরে গেলে আড়ার সাথে শারমীনের ঝুলন্ত লাশ দেখে ভয়ে চিৎকার দিয়ে উঠি। পরে আশপাশের লোক এসে লাশ দেখে শারমীনের বাবা ও পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে জরুরি বিভাগে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করে মর্গে প্রেরণ করেন।
এদিকে পুলিশের সুরতহাল রিপোর্টে উল্লেখ করা হয়েছে লাশের শরীরে আঘাতের চিহ্ন নেই। গলায় ফাঁসের দাগ রয়েছে।
এ ব্যাপারে এসআই নুরউন নবী জানান, বিষয়টি রহস্যজনক। বাড়িতে স্বামী নেই। বিষয়টি আত্মহত্যা না হত্যা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বুঝা যাবে। প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু হিসাবে থানায় মামলা হয়েছে।
খুলনা বিভাগ