যশোরে ইরাক আক্রমন দিবস উপলক্ষে আলোচনা সভা

এবিসি নিউজ: ইরাক আক্রমণ দিবস উপলক্ষে দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে আজ ২০ মার্চ দুপুর ১২টায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা কোষাধ্যক্ষ শফিকুর জালাল নান্নু’র সভাপতিত্বে আলোচনা করেন জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক কামরুল হক লিকু, সদর থানার প্রচার সম্পাদক আইয়ুব হোসেন ও জাতীয় ছাত্রদলের জেলা যুগ্ম-আহ্বায়ক সেঁজুতি শাকিলা প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, ২০০১ সালে আমেরিকা নিউইয়র্কের টুইন টাওয়ার ও পেন্টাগনে হামলার অজুহাতে ওই বছরের ৭ অক্টোবর আফগানিস্তানে জাতিসংঘের সিদ্ধান্তে মার্কিনের নেতৃত্বে আক্রমণ ও দখল করে। এরপর ২০০৩ সালে জাতিসংঘকে উপেক্ষা করে ইরাকে ব্যাপক বিধ্বংসী মারণাস্ত্র থাকার মিথ্যা অজুহাতে আমেরিকা-ব্রিটেন-ইতালী-স্পেন জোট গঠন করে হামলা ও দখল করে। এভাবে একের পর এক দেশে যুদ্ধ বিস্তৃতিকে অনেকেই শুধু তেলের জন্য যুদ্ধ বলে একপেশেভাবে উপস্থাপন করে চলে। আমরা প্রথম থেকেই এটিকে আগামী সম্ভাব্য ৩য় বিশ্বযুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে বলে আসছি। এবং এরই আলোকে বাংলাদেশে আমেরিকা সামরিক ঘাঁটি করতে নানা অপচেষ্টা চালিয়ে আসছে। বর্তমানে আফগানিস্তান, ইরাক, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইউক্রেন, ইয়েমেনসহ ১০টিও অধিক দেশে যুদ্ধ চলমান। নতুন করে ভেনিজুয়েলা, লেবানন, ইরান ও তাইওয়ান প্রণালীতে যুদ্ধকে বিস্তৃত করতে নানা তৎপরতা লক্ষ্যণীয়। ইরাক আক্রমণ দিবসে তাই বিশ্বশান্তির জন্য ন্যায় সংগ্রাম অগ্রসর করার লক্ষ্য নিয়ে সকল সা¤্রাজ্যবাদ সামন্তবাদ বিরোধী দেশপ্রেমিক শক্তি, সংগঠন ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
খুলনা বিভাগ