যশোরে আম পাড়তে উঠে প্রাণ গেল যুবকের

নিহতের বাড়িতে উপচে পড়া ভিড়
যশোরের কেশবপুরে গাছে উঠে প্রাণ গেল তরতাজা যুবক জসিম উদ্দিনের। গাছ থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এনিয়ে পরিবারটিতে চলছে শোকের মাতম। স্থানীয়দের উপচে পড়া ভিড় জমে ওঠে নিহতের বাড়িতে। তারাও হা-হুতাশ করেন। গোটা এলাকায় শোক নেমে এসেছে। সোমবার (২০ জুন) উপজেলার মুলগ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের নবো মোড়লের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেলে গাছ থেকে আম পাড়তে গিয়ে জসিম উদ্দীন মাটিতে পরে যায়। আম গাছের মালিক ও স্থানীয়রা আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়।
বাংলাদেশ