যশোরের ৮৪ প্রার্থীর ভাগ্য নির্ধারণ রোববার

এবিসি নিউজ:রাত পোহালেই যশোরের ৭ উপজেলা পরিষদ নির্বাচন। এবার ৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্ব-স্ব উপজেলার ভোটাররা তাদের ভাগ্য নির্ধারন করতে ভোটাধিকার প্রয়োগ করবেন। এদিকে, উপজেলা নির্বাচনের তফশীল অনুযায়ী শুক্রবার মধ্যরাত থেকে সব ধরণের প্রচার-প্রচারণা শেষ হয়েছে।
আজ ৩০ মার্চ কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনের সরঞ্জাম পাঠানো হয়েছে। একমাত্র যশোরের অভয়নগরে একটি নির্বাচনী অফিস ভাংচুরের ঘটনা ছাড়াও কোথাও সহিংসতার ঘটনা ঘটেনি। রাজনীতি সচেতন মহল বলছেন নিরুত্তাপ ভোটে মানুষের আগ্রহ কম। যেকারণে কোথাও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়নি।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, যশোরের ৮ উপজেলার মধ্যে শার্শায় তিন প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। আর যশোর সদর উপজেলায় চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে নেমেছেন দু’জন প্রার্থী। এই দু’জন প্রার্থীর মধ্যে একজন যশোর সদর উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান সুলতান মাহামুদ বিপুল। তার প্রতিদ্বন্দ্বী হলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল।
এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সেতারা খাতুন এবং জেলা মহিলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর নুরজাহান ইসলাম নীরা।
কেশবপুর উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তিনজন। এই উপজেলায় চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী মনোনীত এইচএম আমীর হোসেন, স্বতন্ত্র প্রার্থী কাজী রফিকুল ইসলাম ও জাতীয় পার্টির হাবিবুর রহমান। উপজেলাটিতে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করা ৬ প্রার্থী হলেন কবির হোসেন আব্দুল লতিফ রানা, পলাশ কুমার মল্লিক, হাবিবুর রহমান, সাইদুর রহমান গাজী ও এস এম মাহাবুবুর রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসিমা আক্তার সাদেক ও রাবেয়া খাতুন নির্বাচন করছেন।
মণিরামপুরে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তিনজন। আওয়ামী লীগ মনোনীত জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খানম, স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু ও উপজেলা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ৪ জন। উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসেম আলী, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক সন্দীপ কুমার ঘোষ, উপজেলা যুবলীগের আহ্বায়ক উত্তম কুমার চক্রবর্তী ও মিকাইল হোসেন ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। মণিরামপুরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তিন জন। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রীতা পাঁড়ে ও উপজেলা যুব মহিলা লীগের সভাপতি কাজী জলি আক্তার ও স্বতন্ত্র প্রার্থী আসমাতুন্নাহার নির্বাচনের মাঠে রয়েছেন।
অভয়নগর উপজেলায় চেয়ারম্যান পদে দুজন প্রার্থী রয়েছেন। আওয়ামী লীগ মনোনীত শাহ ফরিদ জাহাঙ্গীর ও স্বতন্ত্র প্রার্থী রবিন অধিকারী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এখানে ভাইস চেয়ারম্যানে ৬ প্রার্থী হলেন আব্দুর রউফ মোল্যা, আক্তারুজ্জামান তারু, বিপুল শেখ, আব্দুল মান্নান, হুমায়ুন কবির মধু ও আতিয়ার রহমান বাবু। এদিকে এই উপজেলাটিতে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থী হলেন ফরিদা বেগম ও মিনারা পারভীন ও ডা. সাফিয়া খানম।
বাঘারপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে ছয় জন নির্বাচন করছেন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসান আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী (যদিও ২৯ মার্চ সংবাদ সম্মেলন করে নির্বাচন করে সরে দাঁড়িয়েছেন), জেলা আওয়ামী লীগের সদস্য ও জামদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল, ইসলামী ঐক্যজোটের মিজানুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির আলি জিন্নাহ ও স্বতন্ত্র প্রার্থী মঞ্জুর রশিদ স্বপন। ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী হয়েছেন। তারা হলেন আবুল কালাম আজাদ, আব্দুর রউফ, মাজিদুল ইসলাম, রাকিব হাসান শাওন, শচীন্দ্র নাথ বিশ্বাস, ফয়সাল আহমেদ মিল্টন, গোলাম ছরোয়ার, নাজমুল হুসাইন, এনায়েত হোসেন লিটন ও জয়নাল আবেদীন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী হয়েছেন। তারা হলেন বিথিকা বিশ্বাস, শরিফা খাতুন, জাকিয়া সুলতানা, শিরিন শবনম কবির ও দিলারা জামান।
চৌগাছা উপজেলায় চেয়ারম্যান পদে দু’জন প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. মোস্তনিছুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান। ভাইস চেয়ারম্যান পদে ৭ প্রার্থী হলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক বর্তমান ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, সিদ্দিকুর রহমান, আসাদুজ্জামান, আজাদ রহমান খান, সামছুর রহামান, শামীম রেজা ও জসিম উদ্দিন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা খাতুন লাকী, কামরুন্নাহার শাহিন, রিপা ইসলাম, নাছিমা খাতুন ও নাজনীন নাহার।
ঝিকরগাছা উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী রয়েছেন। তারা হলেন আওয়ামী লীগের অ্যাডভোকেট মোহাম্মদ আলী রায়হান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির সাথী বেগম ও ইসলামী ঐক্যজোটের হাবিবুর রহমান। এদিকে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তিন জন। তারা হলেন মাহমুদুল ইকরাম, সেলিম রেজা ও ইদ্রীস আলী বিশ্বাস। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন ৬ জন। লুবনা তাক্ষী, শিরিন জেসমিন মোছাম্মদ মঞ্জুন্নাহার নাজনিন, আমেনা খাতুন, তাজবিন সুলতানা, শাহানারা খাতুন ও নাহিদ আক্তার। নির্বাচনে প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
খুলনা বিভাগ