যশোরের রূপদিয়ায় গণহত্যা দিবসের আলোচনা

এবিসি নিউজ: যশোর সদরের রূপদিয়া ওয়েল ফেয়ার একাডেমীতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা সহ মুক্তিযুদ্ধের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়েছে। শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের সময় এদেশের নিরীহ জনগণের উপর পাকিস্থানী বাহিনীর নির্মমতা, শরণার্থীদের দেশ ত্যাগ এবং গণহত্যার উপর পর্দায় ভিডিও ও স্থির চিত্রটি প্রদর্শণ করা হয়। গত সোমবার রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমী’র হল রুমের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোদাচ্ছের আলী ও বীর মুক্তিযোদ্ধা বাবর আলী দফাদার, আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম হিমু। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি (এপিপি) এ্যাড. সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান শিক্ষক বিএম জহুরুল পারভেজ।
খুলনা বিভাগ