যশোরের মুক্তিযোদ্ধা আনু আর নেই: রাষ্ট্রীয় মার্যাদায় দাফন

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  09:43 PM, 07 April 2019

 

এবিসি নিউজ: মুক্তিযোদ্ধা আনোয়ার ব্যাপারী আনু (৯০) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে তিনি মৃত্যু বরণ করেন। তিনি মাদারীপুর শিবচর উপজেলার শিরয়াইল গ্রামের মৃত কচির উদ্দিন ব্যাপারীর ছেলে। ১৯৮২ সালে পদ্মা নদীতে বসতভিটা বিলীন হওয়ার পর এই মুক্তিযোদ্ধা ১১ সন্তান নিয়ে চলে আসেন যশোরে। এখানে তিনি নতুন উপশহর ডি-ব্লক, ২নং সেক্টরের ৫৩ নং প্লাট বাড়ি ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।
তিনি দীর্ঘদিন ফুসফুসে ক্যান্সারসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। স্বজনরা হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়ে গেলে তাকে দেখতে যান উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু, যশোর সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডর এস এম মোহম্মাদ আলী স্বপন প্রমুখ।

রোববার জোহরবাদ উপশহর ডি-ব্লক মসজিদের সামনে তার মরদেহ জাতীয় পতাকা দিয়ে ঢেকে দেয়া হয়। এরপর এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় যশোর জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ( জুটিশিয়াল মুন্সিখানা শাখা) কেএম আবু নওশাদের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মরহুমের নামাজের জানাজা শেষে উপশহর সরকারি কবরস্থানে দাফন করা হয়।

এদিকে তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল শোক বার্তা দিয়েছেন।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :