যশোরের নওয়াপাড়া নদী বন্দরের উন্নয়ন কার্যাক্রম নিয়ে নানা প্রশ্ন

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  08:54 PM, 22 March 2019


অভয়নগর (যশোর) প্রতিনিধি: দেশের বৃহৎ সারের মোকাম খ্যাত যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নদী বন্দরে রেকর্ড সংখ্যক কার্গো ও জাহাজ নোঙর করেছে। সার, কয়লা, চাল, গম, ভুট্টা, পাথরসহ বিভিন্ন খাদ্য শষ্য বোঝাই এসব কার্গো ও জাহাজ দেখে সমৃদ্ধির হাতছানী দিচ্ছে নওয়াপাড়াসহ দক্ষিণাঞ্চলের মানুষের মনে। যদিও বিআইডব্লিউটিএ বন্দর উন্নয়নে বরাবরই অবহেলা দেখিয়ে আসছে বলে ব্যবসায়ীদের অভিযোগ।
সরেজমিনে দেখা গেছে, নওয়াপাড়ার কয়েকশত ঘাটে রেকর্ড সংখ্যক কার্গো ও জাহাজ নোঙর করেছে। কাজ করছে হাজার হাজার শ্রমিক।
>>>সরকারের বাড়ছে রাজস্ব কিন্তু বিআইডব্লিউটিএ এর উন্নয়ন দৃশ্যমান না
 >>>পলী জমার কারণে ভাটার সময় আটকে পড়ছে পণ্য বোঝাই কার্গো-জাহাজ
আমদানিকারক ও স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, নওয়াপাড়ায় ব্যবসা বাণিজ্য সমৃদ্ধির পথে এগুচ্ছে। সারের পর কয়লার বৃহৎ মোকাম হিসেবে নওয়াপাড়া থেকে প্রতিদিন শতশত কোটি টাকার কয়লা, সিমেন্ট ও বিভিন্ন খাদ্য শষ্য দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হচ্ছে। ফলে সরকারের এই বন্দর ঘিরে রাজস্ব আয়ের পরিমাণও বেড়ে গেছে। তবে ভৈরব নদের যৌবন ফিরিয়ে আনতে পারলে বন্দর থেকে দ্বিগুণেরও বেশি রাজস্ব আয় করতে পারবে সরকার।
ব্যবসায়ীদের অভিযোগ, বিআইডব্লিউটিএ নামমাত্র উন্নয়ন ঘটালেও তা দৃশ্যমান না। তাছাড়া নদী খননে করা হয়েছে ব্যাপক কারচুপি। ফলে বছরের অধিকাংশ সময় নদে নাব্যতা সংকট দেখা দিচ্ছে। গত এক বছর যাবৎ নওয়াপাড়া নদী বন্দরে বিআইডব্লিউটিএ এর ঠিকাদারী প্রতিষ্ঠান বঙ্গ ড্রেজার খনন কাজ চালালেও তা কোন কাজেই আসেনি। এদিকে নওয়াপাড়া নদী বন্দর এলাকায় ভৈরব নদের তলদেশে পলি জমে আবারও নাব্যতা সংকট দেখা দিয়েছে। ভাটির সময় কার্গো জাহাজ চলাচল বাঁধাগ্রস্থ হচ্ছে। ফলে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের।
স্থানীয় ব্যবসায়ী, আমদানিকারক ও কার্গো মালিকদের দাবি, নওয়াপাড়া নৌবন্দরে যথাযথ খনন কাজ সম্পন্ন করে ভৈরব নদের যৌবন ফিরিয়ে আনতে হবে। অন্যথায় বৃহৎ এ বন্দর মুখ থুবড়ে পড়বে। সরকার হারাবে হাজারও কোটি টাকার রাজস্ব। এ কারনে তারা বিআইডব্লিউটিএ এর উর্দ্ধতন কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন। সেই সাথে নৌ মন্ত্রণালয়ের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন, ঘাট ও পোল তৈরিসহ নওয়াপাড়া নদী বন্দরের সার্বিক উন্নয়ন ঘটিয়ে এবং ভৈরব নদীর যৌবন ফিরিয়ে এনে নওয়াপাড়াকে ব্যবসায়ী মোকামকে আরও সমৃদ্ধ করে সরকারের রাজস্ব আয় বৃদ্ধির দিকে নজর দেয়ার জন্য। যাতে প্রধানমন্ত্রীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে নওয়াপাড়া নদী বন্দর অগ্রণী ভুমিকা রাখতে পারে।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :