যশোরের নওয়াপাড়ায় ডুবলো কয়লা বোঝাই কার্গো জাহাজ

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  05:29 PM, 12 March 2019

আব্দুর রহিম রানাঃ যশোরের অভয়নগর উপজেলার শিল্প বানিজ্য ও বন্দর নগরী নওয়াপাড়ার ভৈরব নদে কয়লা বোঝাই কার্গো ডুবির ঘটনা ঘটেছে। ক্ষতির পরিমান প্রায় কোটি টাকা, এমনটি দাবি করা হয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

পড়ুন>>>বুড়িগজ্ঞায় ট্রলারডুবি

জানাগেছে, কয়লা আমদানী কারক প্রতিষ্ঠান মেসার্স শেখ ব্রাদার্স ইন্দোনেশিয়া থেকে আমদানী কৃত কয়লা মংলা সমুদ্র বন্দরে অবস্থতি মাদার ভ্যাসেল গ্লোরিজ মারিয়া থেকে এমভি হাজী হালিমা বেগম কর্গো করে গত রোববার নওয়াপাড়ায় নিয়ে আসে। কার্গোটি ভৈরব নদের নওয়াপাড়া শংকরপাশা ফেরিঘাট নামক স্থানে অবস্থান করে। সোমবার সন্ধ্যায় কার্গোর তলদেশ ফেটে কার্গোর হ্যাজে পানি ঢুকতে শুরু করে।

এ সময় কয়লা আমদানী কারক প্রতিষ্ঠান বিষয়টি জানতে পেরে কার্গো থেকে ট্রালারে করে কয়লা আনলোড করতে থাকে শ্রমিকরা। আনুমানিক প্রায় দুইশত টন কয়লা কার্গো থেকে আনলোড করার পর মঙ্গলবার সকালে কার্গোটি ভৈরব নদে ডুবে যায়।

মেসার্স শেখ ব্রাদার্সের সেলস কর্মকর্তা সুকুমার পাল জানান, এমভি হাজি হালিমা বেগম কার্গোটি ৯শত টন কয়লা নিয়ে ভৈরব নদে অবস্থান কালে কার্গোটির তলদেশ ফেটে যাওয়ায় এ দূর্ঘটনা ঘটে। তবে ক্ষয়ক্ষতি কোটি টাকা হবে।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :