যশোরের নওয়াপাড়ায় ঘাট শ্রমিকের মৃত্যু

আব্দুর রহিম রানা, যশোর: হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নওয়াপাড়ায় ঘাট শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার সময় বেঙ্গল খেয়া ঘাটে এ ঘটনা ঘটে। তিনি অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের গহর বিশ্বাসের ছেলে মুজিবর রহমান বিশ্বাস(৩৫)।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে বেঙ্গল খেয়া ঘাটে নোঙ্গর কৃত কয়লা বোঝাই কার্গো প্রায় শতাধীক শ্রমিক কাজ করছিলো। বেলা সাড়ে এগারোটার সময় ঘাট
শ্রমিক মুজিবর রহমান হৃদযন্ত্রে আক্রন্ত হলে শ্রমিকরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। চিকিৎসক জানান, মুজিবর রহমান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। এ সময় শ্রমিকদের মাঝে শোকের
ছায়া নেমে আসে। পড়ুন>>>নড়াইলে আ’লীগের সংঘর্ষ ঠেকাতে পুলিশের ফাঁকা গুলি: নিহত ১
এ ঘটনায় অভয়নগর ও নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ফাল্গুন মন্ডল ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ মুজিবর রহমানের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
খুলনা বিভাগ