যশোরের অভয়নগরে বৃদ্ধা নারীর রক্তাক্ত লাশ

অভয়নগর (যশোর) সংবাদদাতা: যশোরের অভয়নগরে জোসনা মন্ডল (৬৫) নামে স্বামীহারা ও নিঃসন্তান এক বৃদ্ধা নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হতদরিদ্র এই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তবে ময়না তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা উচিত না।
শনিবার বিকালে উপজেলার চলিশিয়া ইউনিয়নের ডুমুরতলা-বেদভিটা গ্রামে নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। সে একই গ্রামের মৃত রাজেন্দ্রনাথ মন্ডলের স্ত্রী। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। তবে মামলায় অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছে।
অভয়নগর থানার এসআই জিয়াউর রহমান জানান, খবর পেয়ে ডুমুরতলা-বেদভিটা গ্রামে নিজ বাড়ী থেকে জোসনা মন্ডল নামের এক মহিলার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপরে মৃত জোসনা মন্ডলের প্রতিবেশী কাজলী বৈরাগী বলেন, শনিবার দুপুরে জোসনা মন্ডলের খোঁজে তাঁর ঘরে ঢুকে দেখেন রক্তাক্ত অবস্থায় বিছানার উপর পড়ে আছেন। স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যকে বিষয়টি জানালে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
জানা গেছে, নিঃসন্তান জোসনা মন্ডলের স্বামী ৯/১০ বছর আগে মারা যান। তিনি বিভিন্ন শাক-সবজি সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। ভিটাবাড়ির ৩ কাঠা জমি ছাড়া তাঁর কোন সম্পত্তি নেই।
রোববার অভয়নগর থানার ওসি আলমগীর হোসেন জানান, ময়নাতদন্তে জোসনা মন্ডলকে শ্বাসরোধ ও মারপিট করে হত্যার প্রমাণ মিলেছে। অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামি আটকে অভিযান অব্যাহত রয়েছে।
খুলনা বিভাগ