যশোরসহ দক্ষিণাঞ্চলে জাতীয় দুর্যোগ দিবসের কর্মসূচি পালন

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  10:25 PM, 10 March 2019

এবিসি ডেস্ক: জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে যশোরসহ বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল বণ্যাঢ্য র‌্যালী, মহড়া ও পুরস্কার বিতরণ। প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা এসব কর্মসূচি পালন করে। প্রতিনিধিদের পাঠানো খবর:
অভয়নগর (যশোর) সংবাদদাতা জানান, রোববার উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালির নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনুজ্জামান।
পরে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, বিআরডিবি প্রকল্প কর্মকর্তা আমিনুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক সুনীল দাস, এসএম ফারুক আহমেদ প্রমুখ। পরে নওয়াপাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্তৃক উক্ত বিদ্যালয়ের মাঠে ভূমিকম্প ও অগ্নিনির্বাপকে করণীয় শীর্ষক মহড়া প্রদর্শিত হয়।

মণিরামপুর সংবাদদাতা জানান, রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী ও ফায়ার সার্ভিস ইউনিট ইনচার্জ নাসিম উদ্দীনের নেতৃত্বে পৌর শহরে স্মরণকালের একটি বিশাল র‌্যালি বের হয়। পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করে। র‌্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ বায়েজিদ, ফায়ার সার্ভিস ইউনিট ইনচার্জ নাসিম উদ্দীন প্রমুখ।
নড়াইল সংবাদদাতা জানান, রোববার জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সিভিল সার্জন মুন্সি আসাদুজ্জামান (টনি), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহাবুবুর রশীদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবু রিয়াদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নড়াইলের উপ- সহকারি পরিচালক শামীমুল ইসলাম প্রমূখ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অফিসার্স কল্যাণ ক্লাব মিলনায়তনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দিন। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী প্রকৌশলী আশরাফুল হাসান, নবযাত্রা প্রকল্পের ফিল্ড অফিস কো-অডিনেটর আশীষ কুমার হালদার প্রমুখ। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিভিন্ন বিদ্যালয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার প্রদান করা হয়।

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা জানান, দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের যৌথ উদ্যোগে সকালে বর্ণাঢ্য র‌্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, সমবায় কর্মকর্তা আব্দুস সাত্তার, পরিসংখ্যান কর্মকর্তা মোজাফফার হোসেন, সহকারী প্রকৌশলী ফরিদ হোসেন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ ও শিক্ষার্থী অমৃতা সাহা নিশা। দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইউএনও জুলিয়া সুকায়না। পড়ুন>>>যশোরে প্রার্থীতা ফিরে পেলেন ৭ জন

মোরেলগঞ্জ সংবাদদাতা জানান, দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও সচেতনতামূলক প্রদর্শনীর আয়োজন করা হয়। বেলা সাড়ে ১০টায় একটি র‌্যালি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সহকারি কমিশনার(ভূমি) মেজবাহ উদ্দিন, ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসির উদ্দিন র‌্যালিতে নেতৃত্ব দেন।

এছাড়া দুর্যোাগপ্রবন উপকূলীয় এই উপজেলায় ছাত্র-ছাত্রীদেরকে সচেতন করতে সরকারি বালিকা বিদ্যালয়ে প্রদর্শনীর আয়োজন করে বেসরকারি সংস্থা জাগ্রত যুব সংঘ (জেজেএস)।

বাংলাদেশ

আপনার মতামত লিখুন :