ময়মনসিংহে ৪ জনের মরদেহ উদ্ধার

ময়নসিংহ সংবাদদাতা:ময়নসিংহে পৃথক ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সদর ও ত্রিশাল উপজেলা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, বুধবার সকালে শহরের টাউন হল এলাকায় অজ্ঞাত পরিচয় (৭০) এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করা করে। ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং প্রায়ই এই এলাকায় ঘুরাঘুরি করতেন বলে জানান ওসি।
আরও পড়ুন>>>আজ যশোর উদীচী ট্রাজেডি দিবস
এছাড়া সদরের দাপুনিয়া ইউনিয়নের বাদেকল্পা এলাকার একটি ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয় (৩৮) আরেক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে বাদেকল্পা এলাকার একটি ব্রিজের নিচে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করা মর্গে পাঠায়।
পড়ুন>>>পরকীয়ায় প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়েছে হিরো আলম
এছাড়া জামালপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পন্ডিত জানান, সকালে শহরের তিনকোনা পুকুর পাড় এলাকায় ট্রেনে কাটা পড়ে আব্দুল বারেক (৬০) নামে এক অটোচালকের মৃত্যু হয়। বুধবার সকালে ভাওয়াল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে ত্রিশাল থানা পুলিশের ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, উপজেলার ধানিখোলা এলাকার ওজানপাড়া গ্রামের বাড়ির পেছনে পুকুর পাড়ের একটি গাছে ফাঁসিতে ঝুলে রিফা (১৫) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ময়মনসিংহ বিভাগ