মোরেলগঞ্জে ঘুমন্ত শিশু চোরের মা-বোনসহ ৬ জন আটক

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  07:37 PM, 13 March 2019

মুলহোতা শিশুটিকে নিয়ে এখনো পলাতক
মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত মা-বাবার কোলের ভেতর থেকে শিশু চুরির সাথে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করেছে পুলিশ। চক্রের মুল হোতা হৃদয় চাপরাশী (১৯) ও শিশুটিকে এখনো পাওয়া যায়নি।  পড়ুন>>>মোড়েলগঞ্জে ঘুমন্ত মা-বাবার কোল থেকে শিশু চুরি
মঙ্গলবার রাত ১১টার দিকে থানা পুলিশ নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামে হৃদয় চাপরাশীর বাড়িতে অভিযান চালিয়ে শিশু আব্দুল্লাহ্’র সাথে চুরি করে নেয়া মোবাইল ফোনটি পুলিশ উদ্ধার করেছে। পুলিশের অভিযান বুঝতে পেরে মোয়াজ্জেম চাপরাশীর ছেলে হৃদয় চাপরাশী শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ তার মা নাছিমা বেগম (৫২) ও বোন আবির আক্তারকে (১৪) আটক করে। হৃদয়ের মা চুরির ঘটনা স্বীকার করে বলেন, রোববার ভোর রাতে হৃদয় ওই শিশুটিকে নিয়ে অজ্ঞান অবস্থায় তার কাছে দেন। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তার কাছেই অজ্ঞান অবস্থায় ছিল। পরে হৃদয় শিশুটিকে নিয়ে বাড়ি থেকে চলে যায়। আরও পড়ুন>>>মণিরামপুরে উদ্ধারকৃত লাশ যশোরের এক ব্যবসায়ীর

পুলিশ হৃদয় চাপরাশীর সুসজ্জিত কক্ষের মাটি খুঁড়ে চেতনা নাশক স্প্রে, গ্রিল ও তালা কাটার জন্য গ্যাস কাটার, এসিডের বোতল, বিভিন্ন ধরনের ওষুধ, গ্যাস পাইপ, মিনি গ্যাস সিলিন্ডারসহ দুর্ধর্ষ চুরির কাজে ব্যবহৃত অনেক মালামাল উদ্ধার করেছে। পরে পুলিশ এই চক্রের সদস্য হৃদয়ের চাচাতো ভাই সোবাহান চাপরাশীর ছেলে মহিউদ্দিন চাপরাশী(৩৫) ও রশিদ চাপরাশীর ছেলে ফায়জুল চাপরাশীকে(২৫) একই এলাকা থেকে আটক করে। এছাড়াও পুলিশ রুবেল ও দেলোয়ার নামে দুই যুবককে আটক করেছে।

এ বিষয়ে বুধবার থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, শিশু আব্দুল্লাহকে চুরির সাথে জড়িত কয়েকজন ধরা পড়েছে। মুল চক্র ও তাদের আখড়া আবিস্কার হয়েছে। তবে এ ঘটনার মুল নায়ক, মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করা হৃদয় চাপরাশী ও চুরি হওয়া শিশুটিকে এখনো পাওয়া যায়নি। পুলিশের জনবল বাড়িয়ে অভিযান অব্যাহত আছে।

প্রসঙ্গত, রবিবার দিবাগত রাত ৩ টার দিকে বিশারীঘাটা গ্রামের সোহাগ হাওলাদারের আড়াই মাস বয়সী ছেলে আব্দুল্লাহকে জানালার গ্রিল খুলে ঘুমন্ত মা-বাবার বিছানা থেকে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে মোবাইল ফোনে দশ লাখ টাকা মুক্তিপন দাবি করে। সোমবার রাতে দুর্বৃত্তদের ব্যবহৃত মোটর সাইকেলটি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার ওই মোটরসাইকেলের সূত্র ধরে পুলিশ কয়েকজনকে আটক ও আখড়া আবিস্কার করে।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :