মোরেলগঞ্জে ১১ কি:মি: সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে জিয়ানগরের ইন্দুরকানি পর্যন্ত ১১ কিলোমিটার মহাসড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন সোমবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে এই কাজের উদ্বোধন করেন। এদিন হোগলাবুনিয়া ইউনিয়নে একটি খাল খনন প্রকল্পেরও উদ্বোধন করেন তিনি।
সড়ক ও জনপথ বাগেরহাট জেলা নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, পৌর মেয়র অ্যাড. মনিরুল হক তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান মিন্টু, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, চেয়ারম্যান আকরামুজ্জামান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জেলা নির্বাহী প্রকৌশলী বলেন, ‘জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (খুলনা জোন)’ প্রকল্পের আওতায় বাগেরহাটের মোরেলগঞ্জ ফেরিঘাট থেকে ইন্দুরকানি ঘোষেরহাট পর্যন্ত ১১.১৩ কিলোমিটার সড়ক পুণ: নির্মাণ, প্রশস্তকরণ ও সংশ্লিষ্ট কালভার্ট নির্মাণ করা হবে। ২০২০ সালের ৩০ জুনের মধ্যে এ কাজ শেষ করা হবে বলেও এ কর্মকর্তা জানান।
খুলনা বিভাগ