মোরেলগঞ্জে দুর্যোগ বিষয়ে সংবাদ সম্মেলন

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে শিক্ষার্থীদের দুর্যোগ সচেতনতামূলক প্রদর্শনীর ‘দুর্যোগ মেলা’ বিষয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
পড়ুন>>>সুলতান মেলায় চিত্রাঙ্কনে ৫;শ শিশুর অংশ গ্রহন
বুধবার বেলা ১২টায় বে-সরকারী সংস্থা জাগ্রত যুব সংস্থার (জেজেএস) মহড়া প্রকল্পের উদ্যোগে প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহড়া প্রকল্পের শিক্ষার্থী ছগির শেখ। এ সময় জেজেএ’র উপজেলা প্রকল্প কর্মকর্তা তরিকুল ইসলাম ও ট্রেনিং অফিসার নুর নবী আলম উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে তারা বলেন, ‘দুর্যোগ প্রস্তুতি শিখছি, দুর্যোগ মোকাবেলায় লড়ছি’ এই প্রতিপাদ্যের আলোকে উপজেলার ২৯টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে ‘দুর্যোগ মেলা’ অনুষ্ঠিত হবে। মেলায় এ প্রকল্পের আওতাভুক্ত মোরেলগঞ্জ উপজেলার ২৯টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্যোগে সচেতনতামূলক নাটক, গান, কবিতা উপস্থাপন ও ঝুঁকি হ্রাস বিষয়ে বার্ষিক পরিকল্পনা উপাস্থাপন করবেন।
খুলনা বিভাগ