মোরেলগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন

মোরেলগঞ্জ প্রতিনিধি: জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধি করতে বাগেরহাটের মোরেলগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সপ্তাহব্যাপি কর্মসূচির মধ্যে রয়েছে নদীতে মোবাইলকোর্ট পরিচালনা, ভিডিও প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও উদ্বুদ্ধকরণ সমাবেশ।
‘কোন জাল ফেলবো না, জাটকা মাছ ধরবো না’ এই স্লোগান নিয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহের প্রথম দিন শনিবার একটি বর্ণাঢ্য র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা অমল কান্তি রায় ও সহকারি কমিশনার(ভূমি) মেজবাহ উদ্দিন র্যালিতে নেতৃত্ব দেন। পড়ুন>>>মণিরামপুরে টাকা চাওয়া নিয়ে বাড়িঘরে হামলা:আহত ১০
পরে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কোষ্টগার্ড মোরেলগঞ্জ কন্টিজেন্ট কমানন্ডার মো. জামান, পল্লিদারিদ্র বিমোচন কর্মকর্তা মৃলেশ কান্তি মজুমদার, শিক্ষক জামান শেখ, সাংবাদিক গণেশ পাল, জেলে নেতা আবু সালেহ ফরাজী, আলামিন শেখ ও আবু বকর সিদ্দিক।
খুলনা বিভাগ