মোরেলগঞ্জে কিশোরকে কুপিয়ে হত্যা করলো প্রতিবেশি

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহিন সরদার (১৪) নামে এক কিশোরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত ৯টার দিকে পূর্ব চরহোগলাপাশা গ্রামে এই নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটে। শাহিন ওই গ্রামের দিনমজুর কালাম সরদারের ছেলে। পড়ুন>>>মহেশপুরে যুবকের লাশ উদ্ধার
জানা গেছে, সীমানা বিরোধের জের ধরে বুধবার রাতে প্রতিবেশী আত্মীয়রা শাহিনকে পিটিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। রাত ১২টার দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, রাস্তার পাশে বেড়া দেয়াকে কেন্দ্র করে প্রতিবেশী আত্মীয়রা শাহিনকে মারপিট করে। পরে সে মারা যায়। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে হাসি বেগম (২৫) নামে এক গৃহিনীকে আটক করেছে পুলিশ।
খুলনা বিভাগ