মোবাইল ছিনতাই করে নদীতে ঝাপ,ধরা পড়ে গণধোলাইয়ের শিকার (ভিডিও)

এবিসি নিউজ>এবিসি নিউজ>
  প্রকাশিত হয়েছেঃ  04:25 AM, 30 April 2023

ঢাকায় পথচারীর মোবাইল ফোন করে নিয়ে নদীতে ছিনতাইকারীর ঝাপ। মালিকও ঝাপিয়ে পড়ে ধরে ফেললেন ছিনতাইকারী যুবককে। তারপর গণধোলাই, পুলিশের হস্তক্ষেপে প্রাণে রক্ষা। ঘটনাটি রাজধানী ঢাকার।

 

ছিনতাইকারী রফিক ভেবেছিল মোবাইল মালিক নদীতে ঝাপ দেবে না কিন্তু তার ধারণা মিথ্যে প্রমাণ করে মোবাইল মালিক রিয়াজ উদ্দিন নদীতে লাফিয়ে পড়ে ধরে ফেললেন ছিনতাইকারীকে। তবে শেষ পর্যন্ত মোবাইল উদ্ধার হয়নি। ধৃত নিজেকে গাঁজাখোর দাবি করে পার পাওয়ার চেষ্টা করেছে।

 

আপনার মতামত লিখুন :