মোদি ফের ক্ষমতায় আসলে কাশ্মির সমস্যার সমাধান হবে-ইমরান

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  06:26 PM, 10 April 2019

এবিসি ডেস্ক: লোকসভা নির্বাচনকে ঘিরে অন্যরকম আমেজ তৈরি হয়েছে ভারতে। সেই প্রভাব পড়ছে পাকিস্তানেও। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সাম্প্রতিক বক্তব্য থেকে এমনটাই প্রকাশ পেয়েছে। ভারতীয় গণমাধ্যমে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এক সাংবাদিকের সঙ্গে কথা বলতে গিয়ে ইমরান বলেছেন, লোকসভা নির্বাচনের ফলাফলে নরেন্দ্র মোদি জয়ী হয়ে ফের প্রধানমন্ত্রীর আসনে বসলে কাশ্মীর নিয়ে একটা আলোচনার পথে আসা সম্ভব হবে।

তিনি আরও বলেন, বিজেপি না এসে যদি ক্ষমতায় অন্য কোন দল আসে তাহলে কাশ্মীর সমস্যার কোনও সমাধান করা কঠিন হয়ে পড়তে পারে। বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে উঠবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তার মতে, আফগানিস্তান, ভারত, ইরান, এই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান পাকিস্তান এবং পাক নাগরিকদের জন্য খুবই প্রয়োজনীয়।

অন্যদিকে, পাক পররাষ্ট্রমন্ত্রী শহ মাহমুদ কুরেশি রোববার এক বিবৃতিতে বলেন, ভোটের আগে চলতি মাসেই পাকিস্তানে ফের একবার স্ট্রাইক চালাতে পারে ভারত। আগামী ১১ এপ্রিল থেকে ভারতের লোকসভা নির্বাচনে ভোট শুরু হবে। ফলাফল ঘোষণা করা হবে আগামী ২৩ মে।

আন্তর্জাতিক

আপনার মতামত লিখুন :