মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীতে স্বাধীনতা দিবস উদযাপন

এবিসি ডেস্ক: বাংলাদেশের ৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে ‘বাংলাদেশ ডে’ হিসেবে উদযাপন করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী শহর ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার।
এ দিন বাঙালি জাতিকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের স্বাধীনতা দিবসকে ‘বাংলাদেশ ডে’ হিসেবে স্বীকৃতি দিয়েছেন তিনি। পড়ুন>>মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল
মঙ্গলবার (২৬ মার্চ) যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে মেয়র মুরিয়েল বাউজার বলেন, আমি ওয়াশিংটন ডিসির মেয়র হিসেবে বলছি, আজকের বিশেষ দিনে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জনগণকে অভিনন্দন জানাই। একইসঙ্গে ২৬ মার্চ, ২০১৯ কে বাংলাদেশ ডে হিসেবে ঘোষণা করছি।
আন্তর্জাতিক