মানব ধর্ম প্রচার করতেন শ্রীরামকৃষ্ণ দেব-যশোরে বক্তারা

এবিসি নিউজ:শ্রীরামকৃষ্ণ দেবের ১৮৪তম জন্মতিথি অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সব ধর্মের মূল কথা হলো মানবধর্ম। এমনটাই মনে করতেন দার্শনিক ও ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংস দেব। এজন্য তিনি সব সময় উদার মানসিকতার ধর্ম হিসেবে মানব ধর্মকে প্রচার করতেন। এমনকি ধর্মকে কুসংস্কার থেকে বের করে আনতে ভূমিকা রেখেছিলেন তিনি।
আজ রোববার যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনে শ্রীরামকৃষ্ণ দেবের ১৮৪তম জন্মতিথি ও বার্ষিক উৎসবের আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠিত আলোচন পর্বে বক্তারা আরো বলেন, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, যারা মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে কাজ করেন তাদের বেশির ভাগেরই পরমায়ু কম হয়। রামকৃষ্ণ দেব যদি আারো বেশি দিন বেঁচে থাকতেন তাহলে ভারতবর্ষের মানুষজনের ভেতর থেকে আরো অনেক বেশি পরিমাণে সাম্প্রদায়িক চিন্তা, ধর্ম নিয়ে বাড়াবাড়ি ও অন্ধত্ব দূরীভূত হোত।
জন্মতিথি ও বার্ষিক উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের পশ্চিম বঙ্গের হাওড়ার রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুর মঠের সিনিয়র ট্রাস্টি শ্রীমৎ স্বামী দিব্যানন্দজী মহারাজ। বিশেষ অতিথি ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার ও যশোরের পুলিশ সুপার মইনুল হক। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের কাশিয়ানির জয়নগর সিনিয়র মাদ্রসার শিক্ষক ইদ্রিস আলী ও ফরিদপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী সুরবরানন্দজী মহারাজ। স্বাগত বক্তব্য রাখেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রবীণ শিক্ষক তারপদ দাস প্রমুখ।
খুলনা বিভাগ