মাদক নির্মূলের চেষ্টায় পৌর কাউন্সিলর নয়ন
যশোর পৌর কাউন্সিলরের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার না করলো কঠোর কর্মসূচি

মাদক নির্মূলে মাঠে নেমে হামলার শিকার হয়েছেন যশোর পৌরসভার কাউন্সিলর শাহেদ হোসান নয়ন। শনিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় চিহিৃত মাদককারীচক্র হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। প্রতিবাদে যশোর কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে সড়ক অবরোধ করে স্থানীয়রা।
তবে, পুলিশের হস্তক্ষেপে আধাঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়। ব্যস্ততম এই মহাসড়ক অবরোধের ফলে চাঁচড়া-মুড়লি সড়কে যানজটের সৃষ্টি হয়।
বিক্ষুব্ধরা জানিয়েছেন হামলায় জড়িতদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামবেন এলাকাবাসী।
যশোর পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর শাহেদ হোসান নয়ন জানান, মাদক কারবারে বাঁধা দেয়ায় স্থানীয় রনির সন্ত্রাসী বাহিনীর ক্যাডাররা তার বাড়িতে হামলা চালানোর উদ্দেশ্যে যায়। খবর পেয়ে তিনি বাড়ির সামনে আসলে সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। এতে তিনিসহ তার সাথে থাকা কয়েক যুবক আহত হন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়রা ঘটনার প্রতিবাদে যশোর বাসটার্মিনালের সামনের সড়ক অবরোধ করেন।
যশোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু বলেন, আমাদের শ্রমিক মাসুদ ও কাউন্সিলর নয়নকে সন্ত্রাসীরা মারপিট করেছে। এ কারণে শ্রমিকরা রাস্তা অবরোধ করেন। এ ঘটনায় থানায় অভিযোগ দেবো।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি শান্ত করেছে।