মাগুরায় মোটরসাইকেল দুর্ঘটায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

মাগুরা সংবাদদাতা: মাগুরা-নড়াইল সড়কের মালিকগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অনিক শেখ (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর। এ সময় ৫ জন আহত হয়েছেন।
আজ রোববার(১৭ মার্চ) দুপুরে দুর্ঘটনাটি ঘটে। নিহত অনিক সদর উপজেলার শিবরামপুর গ্রামের জিবলু শেখের ছেলে। সে মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিল। মাগুরা সদর থানার এসআই পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। পড়ুন>>>মোরেলগঞ্জে চুরি হওয়া আড়াই মাসের শিশু আব্দুল্লাহর লাশ উদ্ধার
তিনি জানান, মাগুরা থেকে মুহম্মদপুরগামী একটি তেলবাহি ট্রাক দুপুর ১ টার দিকে ঘটনাস্থলে এসে সামনের চাকা খুলে নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী অনিক শেখ, তার স্ত্রী সুমাইয়া সুলতানাসহ ৫ জন গুরুতর আহত হয়। আহতদের মাগুরা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় অনিক শেখের মৃত্যু হয়। আহত সুমাইয়া ও অপর আহত আনোয়ার (৪০), স্বপন (৪০), জীবন বিশ্বাস (৩২) মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত অনিকের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
খুলনা বিভাগ