মাগুরায় আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০:পুলিশ মোতায়েন

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  08:51 PM, 04 March 2019

মাগুরা প্রতিনিধি: মাগুরায় আসন্ন উপজেলা নির্বাচনকে ঘিরে সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগের দু’পক্ষ। সোমবার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামে নৌকা ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী ও সমর্থক।

আরও পড়ুন>>>বাগেরহাটের ৯ উপজেলায় ৭৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা

গুরুতর আহতদের মধ্যে শরিফুল (৩০), আব্দুল হালিম (৫২), পিকুল (২৭), রেখা (৪০), মহাজ্জেল (৬০) ওরিয়াজকে (১৭) মহম্মদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার গঙ্গানন্দপুর গ্রামে রোববার রাতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ্যাড. আব্দুল মান্নান ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা জাফর সাদিকের সমর্থকের মধ্যে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে সোমবার সকাল ১১টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হোসেন বলেন, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি থেকে সংর্ঘষের সূত্রপাত। তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে। পূণরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :