মহেশপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতির মূল শক্তি এ শ্লোগান নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ট পোষকতায় শনিবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদ চত্বরে দু’দিন ব্যাপী অনুষ্ঠিত ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।
এরপূর্বে ৪০ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের ফিতে কেটে উদ্বোধন করেন অতিথিবৃন্দ। পরে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শতাধিক স্টোল পরিদর্শন করেন সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
খুলনা বিভাগ