মহেশপুরে টেলিভিশন মিডিয়া এসোসিয়েশন কার্যালয়ের উদ্বোধন

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  09:12 PM, 30 March 2019

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: শনিবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর টেলিভিশন মিডিয়া এসোসিয়েশন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। টেলিভিশন মিডিয়া এসোসিয়েশন কার্যালয়ের ফিতে কেটে উদ্বোধন করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল ও জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। পড়ুন>>>মহেশপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

মহেশপুর টেলিভিশন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল, মহেশপুর সাংবাদিক সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি আবুল হোসেন লিটন, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, টেলিভিশন মিডিয়া এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, প্রেসক্লাব মহেশপুরের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :