মহানবীকে নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে নড়াইলে যুবক আটক

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  07:35 PM, 31 March 2019

>>>হতদরিদ্র ও নিরক্ষর তরুণ রসরাজের মতো রাজ কুমার সেন কোন ষড়যন্ত্রের শিকার কি-না তা খতিয়ে দেখার দাবি সচেতন মহলের

নড়াইল প্রতিনিধি: নড়াইলে ইসলাম ধর্মকে অবমাননা ও মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটুক্তি করে ফেইসবুক আইডিতে আপত্তিকর পোস্ট দেয়ায় এক যুবককে আটক করেছে সদর থানা পুলিশ। তার নাম রাজকুমার সেন (২৮)। অভিযুক্ত রাজকুমার সেন সদর উপজেলার হবখালী ইউনিয়নের বসুপাড়া গ্রামের চান্দু সেনের ছেলে।

তবে ফেসবুক আইডিতে আদৌও ধৃত রাজ কুমার সেনের কি-না তা এখনো নিশ্চিত করে বলা সম্ভব না। কারণ অনেকে ফেইক আইডি খুলে প্রতিপক্ষকে ফাঁসাতে এধরণের আপত্তিকর পোস্ট দেন, যার প্রমাণ রসরাজ। বিষয়টি খতিয়ে দেখাসহ পুলিশী জিজ্ঞাসাবাদে প্রকৃত সত্য উদঘাটিত হতে পারে।
রোববার (৩১মার্চ) বেলা ১১টার দিকে নড়াইল শহর থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় রোববার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, অভিযুক্ত রাজকুমার সেন বৃহস্পতিবার (২৮ মার্চ) তার ফেইসবুক আইডিতে মহানবী হযরত মুহাম্মদ (স.)কে নিয়ে কটুক্তি ও আপত্তিকর মন্তব্য করে একটি পোস্ট দেয়। এতে এ জেলায় মুসলিম অনুভূতিতে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। পরে পোস্টটি পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনের নজরে এলে তিনি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। তিনি তদন্ত করে অভিযুক্ত রাজকুমার সেনকে শহর থেকে রোববার (৩১মার্চ) বেলা ১১টার দিকে গ্রেফতার করেন। এদিকে ইসলাম ধর্মকে অবমাননা করায় রাজকুমার সেনের বিচারের দাবিতে রোববার সকালে সিঙ্গিয়া বাজার এলাকায় বিক্ষোভসহ মানববন্ধন করেছে বিভিন্ন পেশার মানুষ।
এলাকার মুসল্লিরা জানান, গত বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজকুমার তার ফেসবুক আইডিতে মহানবী (সাঃ) সম্পর্কে বাজে মন্তব্য করেন। রাজকুমার লেখেন, ‘পৃথিবীর বিখ্যাত জঙ্গি, বর্বর, মুর্খ…মুহাম্মদকে মুসলিমরা প্রিয় নবী বলে ডাকে। তাকে নিয়ে কেউ একটা খারাপ গান বের করুক, তারপর দেখো সেই গায়ককে মোল্লারা কত টুকরা করে কাটে। কিন্তু আমাদের শ্রেষ্ঠ বীর যোগীরাজ কৃষ্ণকে নিয়ে গান বেরিয়েছে-‘কদম গাছে বসিয়া আছে কানু হারামজাদা। এই গান এদিক ওদিক খুবই ধুমধামে শুনছে হিন্দুরা বাহ।’ পড়ুন>>>এরা ছাত্রলীগ না, ছাত্রনামধারী জঙ্গি-ভিসি ফরিদ উদ্দিন আহমেদ

এ ব্যাপারে নড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, রাজকুমার সেনকে আটক করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।
এদিকে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে একই ধরণের পোস্ট দিয়ে ফেঁসে গেছেন অনেকে। যদিও তা নিয়ে সমালোচনাও কম হয়নি। দেশ ছাপিয়ে উপচে পড়েছে বিদেশেও। নিরক্ষর ও হতদরিদ্র রসরাজ নামে এক তরুণকে একইভাবে ফাঁসানো হয়েছিল। রাজ কুমার সেনকে নিয়ে স্থানীয় কোন কুচক্রি মহল ষড়যন্ত্রে মেতেছে কি-না তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন নড়াইলের সচেতন মহল।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :