মমতাজ পারভীন লিপির কবিতা —মন নাচে

মন নাচে
———–মমতাজ পারভীন লিপি
>>>>>>>>>>>>>>>>>
খুশিতে আমার মন নাচে
জলের ঢেউয়ে নৌকার দোলা
দিনমান শ্রাবণের বৃষ্টিতে ভিজে
সবুজের স্নেহময় স্নান
প্রজাপতি উড়ছে বাহারি পাখায়
নানান রঙ মেখে, রঙ ছেড়ে ছেড়ে
ফাগুনের সিঁদুরে পলাশ
পাখিদের চেখে খাওয়া মধুর বিলাপ
তাপদাহে রাঁধাচূড়ায় দৃষ্টির মায়া
মৌমাছির আনন্দ নৃত্য মধুর খোঁজে
আর মৌ রানীর সুখানু সঙ্গমে
মুক্ত বিহঙ্গ ডানা মেলে আকাশ পানে
খুশিতে আমার মন নাচে।।
বাতাসে ফুলের পাপড়ি দোলে
ঝরাপাতা মাটির বুক আঁকড়ে ধরে
অনাদর ভূলে, পরম স্নেহে হেসে খেলে
আবারো জন্মাবে ভেবে মাটিতে মেশে
পথের ধারে ফুটে উঠে ভাঁট ফুল
ফাগুনের ধুলো মাখা বাতাসে ঘ্রাণ ছাড়ে
সজনে আর নিম ফুলের অবিরাম সৌন্দর্যে
আত্মহারা পতঙ্গ সব ভুলে; নির্দ্বিধায়
জবা আর জুঁইয়ের রঙে সত্তা লুকিয়ে
সূর্যের আলো সবুজ পাতার মায়াবী বন্ধনে
জগত সংসার ভালোলাগায় দোলে
ঠিক যেন দোলন চাঁপা, লোকানো কেয়া
খুশিতে আমার মন নাচে।।
জলের ঢেউয়ে শুশুক ডুব সাঁতার খেলে
গভীর ঘুমে শিশুরা স্বপনে হাসে
লতানো ডগা বেয়ে বেড়ে উঠে ডালে
দিঘির জলে দোলে দোলে হাঁসেদের সাঁতার
কাঞ্চনের শাখায় শাখায় উন্মত্ত যৌবনে
পিপাসিত ঠোঁটে আকন্ঠ মধুর টান
টোপা পানায় শেকড়ে স্নেহময় পোনা মাছ
জিতে যাওয়া খেলোয়াড়দের কান্না হাসি
কেঁদে উঠা ক্ষুধার্ত শিশু মায়ের উষ্ণ স্তনে
প্রেমে জড়াজড়ি খায়; সাদা মন রঙের মেলায়
যেন বিমোহিত রঙ খেলা, হৃদয়ের ভেলা ভাসিয়ে
হৃদয়ের সব জানালা খোলে দ্বিধা দন্দ্ব ভূলে
বাদল দিনে ময়ূর নাচে;খুশিতে আমার মন নাচে।।
রংপুর বিভাগ