মমতাজ পারভীন লিপির কবিতা..মানুষ হবো

আনেক স্বপ্ন বুকে
অনেক আশা-
না বলা শত কথা
বুক ভরা শুধুই হতাশা
মিনতি বিধাতার দরবারে
পর জন্মে যেন মানুষ করে
মানুষ হবো।
ভালোবাসা বিলিয়ে ভালোবাসা নেবো
হাতের মুঠো ভরে কুড়াবো সুখ
ছড়াবো বাতাসে।
যে যাঁর মতো নিবে প্রাণ ভরে
প্রেম ঢেলে দিবো জীবে
রাজপথ থেকে কাশবনে
ঘর থেকে ঘরে, ঘাস বনে।
অসত্য আর অন্যায়ের কবর হবে
হিংসা লোভ হবে পরাজিত
জয়ী হবে মানবের মানবতা।
জয়ী হবে ভালোবাসা
থাকবে না দুঃখ শুধুই হাসি
নির্মল বাতাসে বইবে খুশি
মানুষের শান্তি; শান্তিতে সুখ
ভাগ করে নিবো সকলের দুঃখ
শান্তির পায়রা হয়ে বাঁধবো ঘর
ঘর স্বর্গ হবে ঘৃণা হবে পর
মিনতি বিধাতার দরবারে
পর জন্মে যেন মানুষ করে
মানুষ হবো।। পড়ুন>>>অন্তরালে…মমতাজ পারভীন লিপি
রংপুর বিভাগ