মমতাজ পারভীন লিপির কবিতা=–=একটি উপাখ্যান

কথা ছিলো
চৈত্রের ক্লান্ত দিনের শেষে
কোন এক সন্ধ্যায়
অটোতে চড়বো
মুখোমুখি বসে
সমস্ত শহর ঘুরবো
ব্যাস্ত সব ক’টি রাস্তায়
চারিদিকে আলোকিত আলোয় পড়ুন>>>মমতাজ পারভীন লিপির কবিতা-বিভেদ
গাড়ীর হর্ণের কর্কশ শব্দে
মানুষের উচ্চ কন্ঠস্বর
ফেরিওয়ালাদের হাঁক ডাকের ভিড়ে
আরো কত বিবর্ণ শব্দের ভিতর
প্রণয় সংগীত বাজবে একাধারে
অতঃপর সন্ধ্যার শীতল বাতাস
স্পর্শ করবে আমাদের সর্বাঙ্গ
চোখে চোখ রেখে
ঠিক মুখোমুখি বসবো
রচনা করবো না বলা কথার
এক প্রেমের উপাখ্যান
আরব্য উপন্যাসের মতো
যা অসীম অনন্ত
শেষ হয়না কখনো কোনদিন
হারায় না কালের কলঙ্কিত গর্ভে।
কথা ছিলো
সমস্ত লোকচক্ষুর অন্তরালে
নগ্ন পা আর পায়ে পায়ে
খুনসুটি খেলবো
কিন্তু না
জানি তাও হবে না কখনো
শ্রদ্ধা ভক্তি ভালোবাসার ভিড়ে
পা কে পা স্পর্শ করে না
যদিও পারবোনা আড়াল করতে
চেনা জনপদের জানা অজানাকে
তাই অনুচ্চারিত শব্দে
আপন কন্ঠস্বর নিঃসৃত হবে না
কথা হবে
শুধুই চোখে চোখ রেখে
নিরবে নিঃশব্দে
রচনা হবে আমাদের
স্পর্শহীন শব্দহীন প্রেমের
এক উপাখ্যান ।।
১৬•০৩•২০১৯
রংপুর বিভাগ