মনিরামপুরের ১৭ নং মনোহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হচ্ছেন প্রভাষক দিপালী রাণী

RanaRana
  প্রকাশিত হয়েছেঃ  12:14 PM, 22 October 2021

 

জেমস আব্দুর রহিম রানা: আসন্ন  ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চলছে আওয়ামীলীগের মনোয়ন প্রত্যাশীদের দৌড়ঝাপ। সেক্ষেত্রে নারীরাও পিঁছিয়ে নেই। যশোরের মনিরামপুর উপজেলায় ১৭টি ইউনিয়ন পরিষদ এর মধ্যে মাত্র ৪ জন নারী প্রার্থী আওয়ামীলীগের মনোয়ন সংগ্রহ করে দলীয় কাযালয়ে জমা দিয়েছেন। অফিস, আদালত চত্বর, চায়ের দোকান, হাটে, মাঠে সর্বত্রই একই আলোচনা ৪ জনই হতে যাচ্ছেন নৌকার মাঝি। মাননীয় প্রধানমন্ত্রী নারীদের জন্য শতকরা ৩০ ভাগ চেয়ারম্যান প্রার্থী রাখার ঘোষনায় নারীরা খুব আশাবাদী। মনিরামপুরের মহিলা প্রার্থীরা প্রত্যেকেই সামাজিক, পারিবারিক বাধাবিঘ্ন অতিক্রম করে এপর্যন্ত এসেছেন এবং সকলেই স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। রয়েছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক পরিচয়। পাবিারিক ভাবেই সকলে বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। সংখ্যালঘু সম্প্রদায় বিভিন্নভাবে পিঁছিয়ে থাকলেও এবার তাকিয়ে আছে মনিরামপুরের ১৭ নং মনোহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিকে। এই ইউনিয়নের ইতিহাসে এবারই প্রথম কোন নারী চেয়ারম্যান প্রার্থী হতে যাচ্ছেন। সম্প্রতি বাজিতপুর মহিলা কলেজের প্রভাষক দিপালী রাণী বকসী আওয়ামীলীগ সভানেত্রীর কাছে দলীয় মনোনয়ন চেয়ে ফরম জমা দিয়েছেন । দলীয় এবং স্থানীয়ভাবে সর্বস্তরে তার জনপ্রিয়তা রয়েছে বেশ। কারণ হিসেবে এলাকার সাধারণ মানুষ যেটা বলছে প্রভাষক দিপালী রাণী একজন উচ্চ শিক্ষিত সংখ্যালঘু সম্প্রদায়ের মনিরামপুরের ইতিহাসে প্রথম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী। তাছাড়াও তার শাশুড়ী হাজারী বালা ছিলেন ১৭ নং মনোহরপুর ইউনিয়ন পরিষদ এর একজন জনপ্রিয় ইউপি সদস্য ও স্বামী উজ্জ্বল কুমার বালা দীর্ঘদিন ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ছিলেন। ছাত্র জীবন থেকেই মনিরামপুর শিল্পী গোষ্ঠীর সদস্য ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত। নারী অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন। এলাকার সকলের দাবি বিশেষ করে মহিলারা জোটবদ্ধ হয়েছেন। তাদের কথা, বহু পুরুষ চেয়ারম্যান তো দেখলাম এবার একজন মহিলা চেয়ারম্যান নির্বাচিত করে দেখি কেমন কাজ করে।

আপনার মতামত লিখুন :