মণিরামপুর টেকা নদী থেকে অজ্ঞত লাশ উদ্ধার

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  09:49 PM, 11 March 2019

আব্দুর রহিম রানা: আজ সোমবার সন্ধ্যায় মণিরামপুর উপজেলার টেকা মুক্তেশ্বরী নদী থেকে অজ্ঞাত নামা আনুমানিক ৩০ বছর বয়সী এক পুরুষের লাশ উদ্ধার করে হয়েছে। খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে যশোর আড়াইশ বেড হাসপাতালে পাঠায়। পড়ুন>>>অচলাবস্থা উত্তরণের পথে যবিপ্রবি
সরেজমিনে জানাযায়, আনুমানিক ২/৩ দিন পূর্বে কে বা কারা হত্যা করে লাশটি নদীতে ফেলে দেয়। সোমবার বিকালে স্থানীয় জনসাধারন নদীতে ব্রিজ সংলগ্ন এলাকায় একটি লাশ ভাসতে দেখে নেহালপুর পুলিশ
ক্যাম্পের টু আইসি হাসানুজ্জামানেকে খবর দেয়। তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মণিরামপুর থানাকে বিষয়টি অবহিত করলে
সন্ধ্যায় মণিরামপুর থানার কর্মকর্তারা আক্তার হোসেনের তদারকীতে লাশটি উদ্ধার করে মণিরামপুর থানায় নিয়ে যায়। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে ও লাশের বাম হাতের কজি¦তে কালো সুতা বাধা। এ রিপোট লেখা পর্যন্ত থানায় কোন অপমৃত্যু মামলা হয়নি মামলার প্রস্তুতি চলছে।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :