মণিরামপুরে ৩টি দোকান পুড়ে ছাই

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  05:19 PM, 13 March 2019

আব্দুর রহিম রানা: যশোরের মণিরামপুরে মঙ্গলবার রাতে আগুনে পুড়ে গেছে তিন ব্যবসা প্রতিষ্ঠান। উপজেলার নেংগুড়াহাট আমতলায় এই আগুনের ঘটনা ঘটে।
খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, রাত দুইটার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। পড়ুন>>>মণিরামপুরে উদ্ধারকৃত লাশ যশোরের এক ব্যবসায়ীর

ততে তার আগেই মোড়ের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, ইমদাদ মোড়ল ও আবুল কাশেমের মুদি, জ্বালানী কাঠ ও ফার্নিচারের তিনটি দোকান পুড়ে যায়। হুমায়ুন কবীর আরো বলেন, আগুনে তিন মালিকের প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ‘শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :