মণিরামপুরে হত্যা প্রচেষ্টা মামলায় সাবেক চেয়ারম্যান আটক

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  10:09 PM, 17 March 2019

মণিরামপুর প্রতিনিধি: একটি মারামারি ঘটনার মামলায় যশোরের মণিরামপুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান মাস্টার বিএম মহিতুজ্জামানকে আটক করেছে পুলিশ। মহিতুজ্জামান উপজেলার খাকুন্দি গ্রামের মৃত মাস্টার ময়েজ উদ্দীনের ছেলে।

শনিবার রাত সাড়ে ১২টার দিকে মণিরামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মনোহরপুর ইউনিয়নের এই সাবেক চেয়ারম্যানকে তার খাকুন্দি গ্রাম থেকে আটক করে। পড়ুন>>>মণিরামপুরে কলেজ শিক্ষক হত্যা মামলা…………
মামলার তদন্তকারি কর্মকর্তা আশরাফুজ্জামান জানান, গত ৭ মার্চ রাতে খাকুন্দি গ্রামে সবুজ সাথী হাসপাতালের সামনে শহিদুল নামে এক ব্যক্তিকে মারপিট করা হয়। এ ঘটনায় শহিদুল বাদি হয়ে আটক সাবেক চেয়ারম্যান মহিতুজ্জামানসহ ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। যার মামলা নং-১৪। এ ঘটনায় সাবেক চেয়ারম্যান মুহিতুজ্জামান, রসুল সরদার (৩০), সাত্তার সরদার (৫৫) কে আটক করা হয়েছে।
আটক মুহিতুজ্জামানের মা হাসনি আরার দাবি, ওই মারামারির ঘটনার দিন মহিত এলাকায় ছিলো না। তার ছেলে স্থানীয় রাজনেতিক প্রতিহিংসার শিকার। তাকে ষড়যন্ত্রমূল এ মামলায় ফাঁসানো হয়েছে।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :