মণিরামপুরে ভুয়া দুদক কর্মকর্তা আটক

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  10:17 PM, 04 April 2019

মণিরামপুর সংবাদদাতা: যশোরের মণিরামপুরে দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে মিজানুর রহমান নামে এক প্রতারক ধরা পড়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার চিনাটোলা বাজার থেকে তাকে পাকড়াও করে পুলিশ। মিজানুর রহমান উপজেলার মুজগুন্নী গ্রামের সামাদ বিশ্বাসের ছেলে।
ইউএনও আহসান উল্লাহ শরিফী জানান, ঘটনার দিন বিকেল সাড়ে ৫ টার দিকে ওয়্যারলেস হাতে ওই ব্যক্তি তার কার্যালয়ে এসে দুদুকে চাকরি করেন মর্মে পরিচয় দেন। এ সময় চিনাটোলা বাজারে দুর্নীতি করে বাজারে পল্ট্রি দোকান দেয়া হয়েছে জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানান। সন্ধ্যার পর তিনি এলাকায় গিয়ে জানতে পারেন মিজান দুদকের কেউ না। তাকে চ্যালেঞ্জ করলে বেরিয়ে আসে প্রকৃত সত্য ঘটনা। পরে থানা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন, বছর দশেক আগে চিনেটোলা বাজারে দর্জির কাজ করতো মিজান। পরে এলাকায় বিভিন্ন মানুষের কাছ থেকে প্রচুর টাকা ধার করে। পরে দেনার দায়ে ৮ বছর আগে ঢাকায় পালিয়ে যায়।
থানার ওসি সহিদুর রহমান বেসরকারি ব্যক্তির হাতে ওয়্যারলেস থাকতে পারে না জানিয়ে বলেন, দুদক পরিচয় দিয়ে প্রতারণার দায়ে তাকে আটক করা হয়েছে।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :