মণিরামপুরে নারী দিবসের মানববন্ধন

আব্দুর রহিম রানা: ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে যশোরের মণিরামপুরে মানববন্ধন হয়েছে।
বুধবার (৬ মার্চ) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী, সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, কাউন্সিলর গীতা রানী কুণ্ডু, তপন কুমার বিশ্বাস পবন, শহিদুল ইসলাম, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এসময় মানববন্ধনে অংশ নেন।
খুলনা বিভাগ