মণিরামপুরে টাকা চাওয়া নিয়ে বাড়িঘরে হামলা:আহত ১০

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  09:17 PM, 16 March 2019

মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুরে শ্রমের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কাজের সরদার পক্ষ ও শ্রমিকদের মধ্যে মারামারি এবং বাড়ি-ঘরে হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন নারী শ্রমিকসহ ১০ জন আহত হয়েছেন।
শনিবার সকালে উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষ থানায় পাল্টা-পাল্টি অভিযোগ দায়ের করেছে। আরও পড়ুন>>>মণিরামপুর ইউএনও’র বিদ্যালয় পরিদর্শন
জানাযায়, প্রায় ৩ মাস পূর্বে দূর্বাডাঙ্গা গ্রামের রজব আলীর পুত্র মোশারফ হোসেন কাজের সরদার হয়ে একই এলাকার ১২ জন নারী-পুরুষ শ্রমিককে বরগুনার কোয়াকাটা এলাকার একটি ইট ভাটায় কাজ করতে নিয়ে যায়। প্রথম দিকে ভাটা মালিক পক্ষ শ্রমিকদের কাজের টাকা দিলেও পরে শ্রমের টাকা দেয়া বন্ধ করে দেয়। এক পর্যায় তাদের শ্রমিক সরদার মোশারফের পরামর্শ অনুযায়ি দূর্বাডাঙ্গা গ্রামের নারী শ্রমিক তাসলিমা তার স্বামী আকবর তাদের পুত্র ইমামুল ও আছরুম এবং একই এলাকার মোমিন ও তার স্ত্রী রেহেনাসহ অন্যান্য শ্রমিকরা সেখান থেকে পালিয়ে আসে।
আকবর ও তার স্ত্রী তাসলিমার দাবী, তারাসহ অন্যান্য শ্রমিকরা ভাটায় কাজ করা বাবদ ৮০ হাজার টাকা পাবে। এই পাওনা টাকার দায়ভার রয়েছে শ্রমিক সরদার মোশারফের উপর। ওই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শনিবার সকালে দুইপক্ষের মধ্যে মারামারি হয়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাসহ বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। শ্রমিকদের পক্ষে তাসলিমা খাতুন দাবি করেন একই ঘটনার জের ধরে মোশারফ পক্ষ তাদের বাড়িতে হামলা চালিয়ে ঘরের টালিসহ বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে। অন্যদিকে মোশারফ পক্ষের দাবী আকবর ও তার স্ত্রীসহ অন্যান্যরা প্রথমে তাদের উপর হামলা চালিয়েছে।
মণিরামপুর থানার ওসি (তদন্ত) এসএম এনামুল হক জানান, এ ঘটনায় এক পক্ষে মোশারফ হোসেন অন্য পক্ষের রেহেনা খাতুন বাদী হয়ে একে অপরকে দোষারোপ করে থানায় পাল্টা-পাল্টি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থ্যা নেয়া হবে বলে তিনি জানান।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :