মণিরামপুরে উদ্ধারকৃত লাশ যশোর শহরের এক ব্যবসায়ীর

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  05:07 PM, 13 March 2019

আব্দুর রহিম রানা: যশোর মণিরামপুরের মুক্তেশ্বরী নদী থেকে উদ্ধারকৃত লাশ যশোর শহরের ব্যবসায়ী রজিস উদ্দিনের।
তিনি শহরের পুরাতন কসবার ৩৩৪ আবু তালেব সড়কের আমির উদ্দিনের ছেলে।
মঙ্গলবার সকালে যশোর জেনারেল হাসপাতালে নিহত রজিস উদ্দিনের ভাই আব্দুর রাজ্জাক লাশ সনাক্ত করে বলেন, শনিবার সকালে তার ব্যবসায়ীর পাটনার ইকবালের সাথে
দেখা করতে যশোরের নওয়াপাড়ায় যান। তার পর থেকে দুই দিন ধরে তাকে পাওয়া যাচ্ছিল না। পড়ুন>>>মণিরামপুর টেকা নদী থেকে অজ্ঞত লাশ উদ্ধার

পত্রিকায় মণিরামপুর থেকে অজ্ঞাত লাশ উদ্ধার দেখে হাসপাতালে এসে দেখে নিশ্চিত হন উদ্ধারকৃত লাশটি ভাই রজিস উদ্দিনের। কি কারণে তাকে হত্যা করা হয়েছে বা কারা খুনের সাথে জড়িত তা পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে মণিরামপুর থানার এসআই শেখ
আক্তারুল ইসলাম। সোমবার রাতে মণিরামপুর উপজেলা টেকারঘাট ব্রিজের নিজ থেকে অজ্ঞাত পরিচয়ে উলঙ্গ লাশটি উদ্ধার করে পুলিশ। লাশের মাথার ডান পাশে কানে কাছে কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :