মণিরামপুরে ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা

মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুর উপজেলার ৭নং খেদাপাড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এসএম আব্দুল হককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে। পড়ুন>>>যশোরের নওয়াপাড়ায় ডুবলো কয়লা বোঝাই কার্গেো
সোমবার রাতে খেদাপাড়া বাজারে, খেদাপাড়া বাজার বণিক সমিতি এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
খেদাপাড়া বাজার বণিক সমিতির সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান রুবেলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংবর্ধিত চেয়ারম্যান এস এম আব্দুল হক।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান ভোলা। বিশেষ অতিথির বক্তব্য দেন, খেদাপাড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রাজু আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন, খেদাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সালাউদ্দিন, ওয়ার্ড আ’লীগের সভাপতি ইকবাল হোসেন, উপজেলা যুবলীগের সদস্য ইয়াহিয়া রাজু, আ’লীগ নেতা সাধন কুমার নন্দী, মিজানুর রহমান মিঠু, প্রভাষক সুব্রত কুমার, মাস্টার জাহাঙ্গীর আলম, রেজাউল করিমসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মিবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে একই মঞ্চে এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
খুলনা বিভাগ